পরিচ্ছন্ন আলীকদম ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে আলীকদমের প্রতিটি স্পট ও বাজারের অধিকাংশ অংশে ভিজিট করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। সরকারি নির্দেশনা তোয়াক্কা না করেই ব্যবসায়ীরা রাত ৮টার পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করায় আলীকদম উপজেলা বিভিন্ন স্পটে ভিজিট করেন তিনি।
তিনি বাজারের প্রত্যেক স্পটে টহল জোরদার করেছেন। এই অবস্থা চলমান থাকলে ব্যাবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করার হুশিয়ারি দেন। সরেজমিনে আলীকদম বাজারের রাতের চিত্র।
তিনি বলেন, পরিচ্ছন্ন আলীকদম বিনির্মানে আমাদের সকলের এগিয়ে আসতে হবে। অপ্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হবে। সরকারের নির্দিষ্ট সময়সূচির বাহিরে দোকানপাট বন্ধ রাখতে হবে। সরকারের সকল বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দেন। অন্যতায় সকলকে আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারী দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম