বার্তা ডেস্ক :
বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির সাবেক দুই নেতা। এই আসন দুটি বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হয়।
নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সহসভাপতি কামরুল হাসান সিদ্দিকী প্রার্থী হয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আর বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান সিদ্দিকী বলেন, তিনি এখন আর বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় নন। কোন দল, কী ভাবল, কী সিদ্ধান্ত নিল তাতে তাঁর কিছুই যায়–আসে না। ব্যক্তিগত ইমেজের কারণেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার বাদল বলেন, ‘এক সময় সদর উপজেলা বিএনপির নেতৃত্ব দিয়েছি। দলে এখন কোনো পদে নেই। এ কারণে দলের সিদ্ধান্ত অমান্য করার কোনো বিষয় নেই। সাধারণ ভোটারের অনুরোধেই নির্বাচনে প্রার্থী হয়েছি।
সাবেক দুই নেতার বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্র ফেরানোর জন্য দলীয় সিদ্ধান্ত মেনে বিএনপির সদস্যরা পদত্যাগ করেছেন। এখন সেখানে দলীয় কোনো নেতার প্রার্থী হওয়ার সুযোগ নেই। যারা প্রার্থী হয়েছেন, তারা দলে কোনো পদে নেই। দলের সঙ্গে তাদের কোনো সর্ম্পকও নেই।
Leave a Reply