বার্তা ডেক্স : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
রোববার (৫ নভেম্বর ) রাত ১২টার দিকে ক্যান্টনমেন্টের বোনের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বলেন, রাত ১২ টার দিকে ক্যান্টনমেন্টের বড় বোনের বাসা থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। রোববার দিবাগত রাত ১২ টার পরপরই ১৫ থেকে ২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে দুদুর ভাগ্নে ব্যবসায়ী হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ।
এর আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রায় ১৫ জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে ডিবি।
বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগে শনিবার রাতে দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে উত্তরা থেকে গ্রেপ্তার করে র্যাব। আর শাহজাহান ওমরকেও গুলশানের এক বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর দাবি, চলমান আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে বিএনপির আরো ১৬১ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।৬ অক্টোবর থেকে এ পর্যন্ত সাত হাজার ৯৭৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ পর্যন্ত ৫১৫টি মামলায় ৩৯ হাজার ৬২০ জনকে আসামি করা হয়েছে। আন্দোলনের সময় সংঘর্ষে বিএনপির ১০ জন মারা গেছেন। আহত পাঁচ হাজার ৭৯১ জন।
গত ২৮ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলের কর্মীদের সংঘর্ষ হয়। পরদিন ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এতে সমমনা দলগুলোও সমর্থন দেয়।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এবার ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে তারা, যা শেষ হবে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টায়।
মঙ্গলবার বিরতি দিয়ে সপ্তাহের শেষ দুই দিন বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ কর্মসূচি দেওয়া হবে বলে তথ্য পাওয়া গেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর পক্ষ থেকে।
Leave a Reply