আব্দুল আলিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'বারাকাহ্-Baraqah' সংগঠন। কয়েকজন তরুন মিলে প্রথম দিকে উপজেলা ভিত্তিক একটি ফেসবুক গ্রুপ খোলেন এবং সেই গ্রুপের উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজ চলমান রাখার চেষ্টা চালিয়ে যান৷
গ্রুপটির ৫০ হাজার সদস্য হওয়ার পর, ফেসবুক কারিগরি ত্রুটির কারণে নষ্ট হয়ে যায়। তারপরও থেমে থাকেনি অত্র ফেসবুক গ্রুপের স্বপ্নভাজ তরুনেরা। গ্রুপ নষ্ট হয়ে যাওয়ার পর আবার ভিন্ন নামে সংগঠন চালু করে নাম দেন 'বারাকাহ্-Baraqah'। সংগঠনের নিবেদিত কতিপয় যুবকরা মিলে নানাবিধ কাজ চালিয়ে যাচ্ছেন। তারমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ধারাবাহিক কাজ চালিয়ে গিয়েছেন বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষে। সেই লক্ষেই সংগঠনের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা জুড়ে সর্বমোট ৩০০ টি টিউবওয়েল স্থাপন করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
প্রতিটি টিউবওয়েল স্থাপন এর পাশাপাশি প্লাষ্টার করে দেন তারা। ইতিমধ্যে ৩০০ তম টিউবওয়েলটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বয়ড়াবাড়ী গ্রামে একটি রাস্তার পাশে স্থাপন ও প্লাষ্টার করে দেন। সংগঠনের স্বেচ্ছাসেবকদের জিজ্ঞাসা করলে জানা যায় তারা এই টিউবওয়েল গুলো মসজিদের মুসুল্লিদের ওজুর সুবিধার্থে, মাদ্রাসার বাচ্চাদের ওজুর সুবিধার্থে, অসহায় পরিবারের বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষে, পথচারীদের সুবিধার্থে স্থাপন করে যাচ্ছেন। তারা এই টিউবওয়েল গুলো পুরো জেলা জুড়ে স্থাপন করছেন।
তাদের প্রশ্ন করা হয় এই কাজে কিভাবে আঞ্জাম দেওয়া হয়, মূলত সংগঠনের সমন্বয়ক ( জুয়েল আল হাসান, জাহিদ হাসান মিঠু এবং মুক্তার প্রামাণিক) জানান আমাদের কিছু ইসলাম দরদী দ্বীনদার ভাই-বোনেরা এই কাজ চালিয়ে যাওয়ার জন্য আড়াল থেকে প্রতি নিয়ত অর্থায়ন করে যাচ্ছেন৷ তারা না এগিয়ে আসলে এই মহতী কাজ হয়তোবা আমাদের দিয়ে আল্লাহ করিয়ে নিতেন না।
সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই সেই সকল দাতাদের প্রতি। তারা আরোও জানান আমরা আগামীতে আরো ব্যাপক পরিসরে এই কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তারা আরোও জানান আমাদের জেলার বাহিরেও কাজ করার ইচ্ছে আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম