বান্দরবান সেনা রিজিয়ন এর উদ্যোগে আলীকদম ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বান্দরবান সেনা রিজিয়ন এর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.৩০ মিনিটে অনুষ্ঠানের কর্মসূচী শুরু হয়েছে। নার্সারি
থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণীর চিত্রাংকন বিষয় ছিল উম্মুক্ত।
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর চিত্রাংকন এর বিষয় ছিল বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় ছিল সম্প্রীতির বান্দরবান। নবম ও দশম শ্রেণির বিষয় ছিল বান্দরবানের পর্যটন স্পট নিয়ে। একাদশ ও দ্বাদশ শ্রেণির চিত্রাঙ্কনের বিষয় ছিল বান্দরবানের উন্নয়ন ভাবনা। উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের মাননীয় জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান পিএসসি। আরো উপস্থিত ছিলেন, স্কুল সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন নুরুজ্জামান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের কে পুরস্কার প্রদান করা হয়। এবং বান্দরবান সেনা রিজিয়ন এর পক্ষ থেকে প্রতিটি গ্রুপের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, স্থান অধিকারীদের সনদ প্রদান করা হয়। তাছাড়া অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের জন্য সান্তনা পুরস্কার প্রদান করা হয়। বান্দরবান জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একমাত্র অবদান রেখে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। সন্ত্রাস দমনের পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে বান্দরবান জেলায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন বান্দরবান সেনা রিজিয়ন।
Leave a Reply