বান্দরবানের থানচিতে ২কেজি আফিমসহ জন ত্রিপুরা নামের এক ইউপি সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।
আটক জন ত্রিপুরা(৩৫) থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পরপর দুইবার নির্বাচিত ইউপি সদস্য। সে রেমাক্রীর কালুপাড়ার মৃত: সাদিরাম ত্রিপুরা ছেলে।
শুক্রবার (৪নভেম্বর) রাতে থানচি সদরের ইন্দ ইমরো মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বান্দরবানের থানচি সদরের ১নং ওয়ার্ডের মেঘবতী রিসোর্ট সংলগ্ন জনৈক ইন্দ ইমরো মিয়ার ভাড়াটিয়া বাসায় অবৈধ মাদক বিক্রয়ের জন্য মজুদ রাখা হয়েছে,এমন সংবাদ পেয়ে বান্দরবান ২আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক আলী আহমদ খানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদিউজ্জামানের নেতৃত্বে এসআই মহিউদ্দিন আহমেদ ও একদল সঙ্গীয় ফোর্সসহ ভাড়াটিয়া জন ত্রিপুরার (৩৫) ঘরে অভিযান পরিচালনা করে।
এসময় জন ত্রিপুরার স্বীকারোক্তিতে ঘরের পেছনের একটি রুম থেকে একটি বাজারের ব্যাগের মধ্যে নীল রং এর পলিথিনে মোড়ানো অবস্থায় ২কেজি আফিম উদ্ধার করা হয়।
এসআই মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী জন ত্রিপুরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে এ আফিম বাইরে থেকে সংগ্রহ করে খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয়ের জন্য তার ভাড়া থাকা বসত ঘরে রেখেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২কোটি টাকা। আটককৃত ইউপি সদস্যকে ২ কেজি আফিম সহ থানচি থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এই বিষয়ে একটি মামলা করা হয়েছে।
Leave a Reply