বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে সকল ধর্ম ও শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় বান্দরবান জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনস্থ সম্প্রীতির মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি। বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সকল ধর্মের ধর্মীয় গুরুজন, জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পিপিএম,পৌর মেয়র মোঃ ইসলাম বেবী,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীসহ সকল সম্প্রদায়ের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাম্প্রদায়িক শক্তিকে কবর দিয়েই বাংলাদেশ স্বাধীন করেছিল।বান্দরবানে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অনেক সমৃদ্ধ। সুদীর্ঘকাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন বহন করছে এই জেলা।যারা ধর্মকে ব্যবহার করে, অন্যায় কাজ করে, তারা কোনো ধার্মিক ব্যক্তি নয়, তারা দুষ্কৃতিকারী।কোনো ধর্মেই জঙ্গিবাদ, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, বিভেদ ও হানাহানির স্থান নেই। শান্তি ও পারষ্পরিক শ্রদ্ধাবোধ যে প্রতিটি ধর্মের মর্মকথা সেটি ধর্মীয় প্রতিনিধিদের বক্তব্য থেকে সুন্দরভাবে উঠে এসেছে।
Leave a Reply