বান্দরবানে মংসাই মারমা (৪৮) নামে এক পাহাড়ি বৈদ্য (কবিরাজ) কে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের কদমপ্রু পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মংসাই মারমা (৪৮) ঐ পাড়ার মৃতঃ চিংহ্লা মং মারমার ছেলে।
বান্দরবান পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম,পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে বেতছড়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি টহল ও রোয়াংছড়ি থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।কে বা কারা তাকে হত্যা করেছে তা পুলিশ তদন্ত করে দেখছে।
তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা জানান, নিহত ব্যক্তি জুম চাষের পাশাপাশি পাহাড়ি গাছপালা দিয়ে কবিরাজের কাজ করতো। তবে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে আমাকে জানালে,আমি পুলিশকে জানিয়েছি। পাড়াবাসী জানান, তারা বিকেলে গুলির শব্দ শোনে আতংকিত হন,কিছক্ষণ পরেই জঙ্গলে মংসাই মারমার লাশ দেখতে পান। তবে পূর্ব সত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয় লোকজন ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন।
বর্তমানে তারাছা ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলমান রয়েছে।
Leave a Reply