বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এবং সক্ষমতা (প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূর্যোগ মোকাবিলায় চাই সহযোগিতা, প্রস্তুতি ও সক্ষমতা) প্রকল্পের সহযোগিতায় বর্ণঢ্য আয়োজনে যুব সেচ্ছাসেবক সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মার সভাপতিত্বে এবং বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি ও পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশের সঞ্চালনায় অরুন সারকি টাউন হলে সমাবেশটি অনুষ্ঠিত হয়।সকালে সমাবেশ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বান্দরবান রাজার মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি।বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, কারিতাস বাংলাদেশর নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও,বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিট সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর।এছাড়াও জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রেডক্রিসেন্ট যুব সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, বাংলাদেশের তথা বান্দরবানের বিভিন্ন সংকটময় মূহুর্তে যেমন প্রাকৃতিক দুর্যোগে, অগ্নিকাণ্ডে, মহামারীতে, সামাজিক উন্নয়নে ও প্রত্যন্ত পাহাড়ি জনগণকে সাবলম্বী করা সহ নানান রকম মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে রেডক্রিসেন্ট যুব সেচ্ছাসেবকরা আর্তমানবতার সেবায় প্রশংসনীয় ভূমিকা পালন করছেন।বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় বান্দরবানের রেডক্রিসেন্ট যুব সেচ্ছাসেবকদের কার্যক্রম শ্রেষ্ঠ অবস্থানে রয়েছে।আর্তমানবতার সেবায় যুবকদের সেচ্ছায় নিয়োজিত করা সহ এই প্রশংসনীয় অবস্থান ধরে রাখার জন্যও উপস্থিত সকলকে তিনি আহবান জানান।
উল্লেখ্য,”মানবতা,পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা,সেচ্ছামূলক সেবা,একতা, সার্বজনীনতা”এই সাতটি মূলনীতির উপর ভিত্তি করে, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি মানবিক সেবার একটি সর্ববৃহৎ নেটওয়ার্ক, যার আওতায় লক্ষ লক্ষ যুব সেচ্ছাসেবক বিশ্বব্যাপী একসাথে কাজ করে চলেছেন।বতর্মানে ১৯৭টি দেশে সোসাইটির স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। বড় শহরগুলো থেকে শুরু করে প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন নানা ধরনের মানবিক সহায়তা। এই সোসাইটির মৌলিক নীতিমালার ব্যাপকতা যেকোনো ভৌগলিক সীমারেখা, সাংস্কৃতিক আচার ও ধর্মীয় অনুশাসনের ঊর্ধ্বে।
Leave a Reply