বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ সরকারি খাস জায়গায় ঘর নির্মান কাজে পাহাড়ি সন্ত্রাসীদের উস্কানিতে বাঁধা প্রদান করার প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে পিসিএনপি বান্দরবান জেলার সহ- সভাপতি আব্দুর শুক্কুর এর সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কাজী মজিবর রহমান বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর প্রকল্প চলমান রেখেছেন।এটি আওয়ামীলীগ সরকার তথা প্রধানমন্ত্রীর এক অন্যতম স্বর্ণালী সফলতা।এরই ধারাবাহিকতায় বান্দরবানের রোয়াংছড়িতে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তক্রমে সরকারী খাস জায়গায় ৫ একর ভূমিতে স্থানীয় ১৭ টি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ঘর নির্মান কাজের সিদ্ধান্ত গ্রহণ করতঃ নির্মানকাজ শুরু করে।গত ১০ সেপ্টেম্বর পাহাড়ি সন্ত্রাসীদের উস্কানিতে একশ্রেণীর উগ্র জনগোষ্ঠী এই ঘর নির্মানে বাঁধা প্রদান করে এবং ঘর নির্মানকাজ বন্ধ করে দেয়।এটা চরম দেশদ্রোহীতার সামিল। রাষ্ট্রীয়কাজে ও প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তরে বাঁধা প্রদানকারী এইসব সন্ত্রাসী ও উগ্রবাদিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তবে এই ব্যাপারে সেনাবাহিনী, পুলিশ,উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিসিএনপি জেলা সহ-সভাপতি আবুল আলাম আজাদ, নুরুল আলম, সা.সম্পাদক নাসির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহজালাল, জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, মিজানুর রহমান আখন্দ, বান্দরবান সদর উপজেলা সা.সম্পাদক আব্দুল হক, পৌর সভাপতি শামসুল হক সামু, সাধারণ সম্পাদক এরশাদ চোধুরীসহ জেলা ও পৌরসভার নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply