বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) বান্দরবান জেলা কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টৌবর) সন্ধ্যায়
বান্দরবান মুসাফির পার্কে পিসিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শাহ জালাল এর সঞ্চালনায় পিসিএনপি বান্দরবান জেলা শাখার আয়োজনে নবগঠিত জেলা কমিটির সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
পিসিএনপি বান্দরবান জেলা শাখার সভাপতি ও আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিসিএনপির মহাসচিব আলমগীর কবির,পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মোঃ লোকমান হোসেন, পিসিএনপি বান্দরবান জেলা সি.সহ সভাপতি আবুল কালাম আজাদ,সহ সভাপতি হাজী আব্দুর শুক্কুর, আব্দুল আলিম মনু,সা.সম্পাদক নাসির উদ্দিন। এছাড়াও পিসিএনপির জেলা কমিটির ও অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় পিসিএনপি সচিব আলমগীর কবির নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বান্দরবান জেলা কমিটি ঘোষণা করেন।এছাড়া সকলকে পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা ও সংগঠণকে গতিশীল করার লক্ষ্যে সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য উপস্থিত সবাইকে আহবান জানান।
পরিশেষে নৈশভোজের মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে সভার সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম