মোহাম্মদ আজিজ উল্লাহ,বান্দরবান : বান্দরবান রোয়াংছড়ি উপজেলার খামতাম পাড়া সংলগ্ন এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে সাত জনের নাম জানা গেছে। তারা হলেন- ভান দু বম, সাং খুম বম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লালঠা জার বম।
স্থানীয়রা জানান, সকালে গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে আট জনের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, ‘রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকা থেকে আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি। মরদেহগুলো কোন গ্রুপের তাও বলা যাচ্ছে না।’
বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘আসলে কী নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে, তা তদন্ত না করে বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম