গাজী আব্দুল আলীম : খুলনা জেলার পাইকগাছা উপজেলা ও কয়রা উপজেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব খুলনা জেলা শাখার কর্মকর্তা গন।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার চেয়ারম্যান ও নির্বাহী সম্পাদক মোঃ মিন্টু শেখ, খুলনা জেলা শাখার সভাপতি গাজী আব্দুল আলীম, সেক্রেটারি মোঃ আবির হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সামসাদ খাঁন জেবা, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন প্রমূখ।
ফরিদপুর থেকে আগত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার চেয়ারম্যান ও নির্বাহী সম্পাদক মোঃ মিন্টু শেখ সকাল এগারোটায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব খুলনা জেলা শাখায় উপস্থিত হয়ে জেলা নেতৃবৃন্দের সাথে মিটিং করেন। তার পর মূহুর্তে পাইকগাছা থানায় ওসি ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান,ওসি তদন্ত তুষার কান্তি দাস,ওসি অপারেশন রঞ্জন কুমার দাস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সাপ্তাহিক জাগ্রত জনতার সৌজন্য কপি প্রদান ও মতবিনিময় করেন এবং প্রতিটি সাপ্তাহিক সংখ্যা প্রতিনিধি দের মাধ্যমে থানায় সৌজন্য কপি পাঠাবেন বলে প্রতিশ্রুতি দেন।
তার পরবর্তী সময়ে তিনি কয়রা উপজেলায় গমন করেন এবং ওসি তদন্ত মোঃ শাহ আলমের সাথে দেখা করতে যান। তিনি খুলনায় জরুরী মিটিং এর জন্য বাহিরে থাকায় ডিউটি অফিসার মোঃ মিন্টু,এস আই শাহ আলম এবং এ এস আই জাহিদ সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার সৌজন্য কপি প্রদান করেন এবং মত বিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি তার নিজের পত্রিকা গুলো প্রতিনিধিদের মাধ্যমে থানায় সৌজন্য কপি পাঠাবেন বলে অভিমত ব্যক্ত করেন।
পরে তিনি কয়রা উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে রেজিষ্টার এস এম হাবিবুল্লাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতার সৌজন্য কপি প্রদান করে মত বিনিময় করেন এবং প্রতিটি সাপ্তাহিক সৌজন্য সংখ্যা অফিসে প্রতিনিধীদের মাধ্যমে পাঠাবেন বলে আশ্বাস প্রদান করেন।
পাইকগাছায় ফেরার পথে সেনাক্যাম্পে পত্রিকার সৌজন্য কপি প্রদান করেন এবং ডিউটিরত কর্মকর্তার সাথে মতবিনিময় করেন।
বিকালে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব খুলনা জেলা শাখার প্রতিনিধি ও শ্যামল ছায়া সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের কর্মকর্তা ও সদস্যদের সাথে চা চক্রে মিলিত হন।
তিনি জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা, জাতীয় দৈনিক মাতৃ জগত, দৈনিক সময়ের আলো ২৪ডট কমের প্রচার ও প্রসারের জন্য গঠনমূলক দিক নির্দেশনা প্রদান করেন।
এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব খুলনা জেলা শাখার সকল সাংবাদিক দের তথ্য ভিত্তিক নিউজ বেশি বেশি পত্রিকায় পাঠানোর জন্য নির্দেশ প্রদান করে অফিস থেকে পুনরায় ফরিদপুর ফিরে যান।
bayrampaşa elektrikçi Google SEO sayesinde müşteri tabanımızı genişlettik. https://royalelektrik.com/