নিজস্ব প্রতিবেদক : নির্বাচনে বিজয়ী হলে অবহেলিত বস্তিবাসীদের জন্য স্থায়ী পূর্ণবাসনের প্রতিশ্রুতি দিলেন গাজীপুর দুই আসনের সতন্ত্র এমপি প্রার্থী সাইফুল ইসলাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনের সতন্ত্র এমপি প্রার্থী গোল্ডেন ড্রিমস এসোসিয়েশন এর চেয়ারম্যান গাজীপুর মহানগর যুবলীগের ১ নং যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম প্রতিক পাওয়ার পর থেকে উৎসব মোখর পরিবেশে সকাল থেকে রাত পর্যন্ত তার নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। যাচ্ছেন ভোটারদের ধারে ধারে,ঈগল প্রতীকে ভোট ও দোয়া চাচ্ছেন এবং দিচ্ছেন পরিবর্তন এর অঙ্গীকার ও না না প্রতিশ্রুতি।
শুক্রবার রাতে টঙ্গীর করইতলা ও কলাবাগান এলাকায় নির্বাচনী পথসভায় সাইফুল ইসলাম বলেন- আমি নিজের টাকায় ১৪০টির ও বেশি ঘর নির্মাণ করে করে দিয়েছি এতিম,বিধবা, প্রতিবন্ধী,মুক্তিযুদ্ধাসহ অসহায় গরীব মানুষকে।
আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি সংসদে গিয়ে আগে বস্তিবাসীদের পুনর্বাসন এর কথা বলবো।গাজীপুর টঙ্গীতে ১৯ টি বস্তি আছে আমি নির্বাচিত হলে অবহেলিত বস্তিবাসীর ভাগ্যের পরিবর্তন হবে,তাদের স্হায়ী পূর্ণবাসনের ব্যাবস্থা করা হবে।
এসময় তিনি আরও বলেন আমি ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি, আমি আশাবাদী গাজীপুর ২ আসনের জনগণ ৭ এ জানুয়ারী ঈগল প্রতীকে তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম