মো জাহেদুল ইসলাম আল রাইয়ান :
হীম শীতল বাতায়নে এসেছে ফাগুন
মনের আলিঙ্গনে লেগেছে আগুন।
তুমিহীন এসব বসন্তে লাগেনা দোলা,
তোমার বিহনে আমি আজও একেলা।
সূর্যটাও ডুবে যায় গোধূলির স্পর্শে,
বসন্ত এসে ফিরে যায় আমার দরজাতে।
এ প্রেম মানে না কোনো বারণ
তোমায় ছুঁতে চায় শুধু অকারণ।
তুমিহীন কেটে গেলো আঠারো বসন্ত,
আর কতো অপেক্ষা করে থাকবো অনবরত।
যে ছোঁয়ায় ফুটে অনুরাগের হাসি,
তোমায় ভুলে বলো কি করে থাকি।
অপেক্ষার প্রাঙ্গণে উপেক্ষারা ভির করে,
ফাগুনের আগুনে প্রেম জ্বলে পুড়ে মরে।
ফাগুনের বসন্তে চোখে লাগে যে নেশা,
তোমাকে ভালোবাসা আমার একমাত্র পেশা।
Leave a Reply