মো: জাহেদুল ইসলাম আল রাইয়ান : যে বিদ্বা অর্জন করে মানুষ আল্লাহকে চিনতে পারে না রাসুলকে চিনতে পারে না,আর এই উন্নত মস্তিষ্ককে আল্লাহর সামনে অবনত করতে পারে না।এটা তু জ্ঞান না মূর্খতা। জ্ঞান সেইটা যেটা মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসে।আর রাসুলের দিকে নিয়ে আসে।ইসলাম এবং কোরআনের দিকে নিয়ে আসবে।এখন আমরা ২০/৩০ বছর লেখা পড়া করে কি Achieve করতেছি।এটা আপনি নিজে চিন্তা করেন।আমাদের স্কুল থেকে অনাস- মাস্টার করতে প্রায় ২৪/২৬ বছর পড়াশোনা করতে লাগে। Very sad। ২৬ টা কোরানের আয়াত তারা আমাদেরকে শিখায়নি।২৬ টি হাদিস তারা আমাদেরকে শিখায়নি। ২৬ জন নবীর নাম তারা আমাদেরকে শিখায়নি। তারা আমাদেরকে ২৬টি আয়াত নিয়ে গবেষণা করতে শিখায়নি। তহলে আমরা কিসের পিছনে ছুড়ছি। যে পড়া লেখা আপনার মাঝে অহংকার নিয়ে আসে।যে পড়াশোনার কারণে আপনি মনুষ্যত্বহীন হয়ে যান।যে পড়াশোনা দিয়ে আপনি গরিব আসায় মানুষের ওপর জুলুম করেন।যে পড়ালেখা করে আপনি ঘুস খান।যে পড়াশোনা করে আপনি মানুষকে সম্মান করতে যানেন না।যে পড়ালেখা আপনাকে টাকার পিছু দোড়ায়।যে পড়াশোনা আপনাকে আখেরাতের চিন্তা থেকে দূরে রাখে।যে পড়াশোনা আপনাকে দুনিয়ায় নিয়ে ব্যাস্ত বানায়। যে পড়া লেখা দেশ ও জাতির কাজে আছে না।যে পড়া লেখা করে উচ্চতর কর্মত থেকে নিচুস্তর কর্মতর সকলেই নানা অপকর্ম করতেছে।যে পড়াশোনা করে আপনি যানে ও মানেন না,হালাল হারাম উভয় এক করে পেলেন।এ পড়াশোনা আপনাকে জাহান্নামি বানাচ্ছে আর কিছু না।বিক্রিত ইতিহাস চর্চা করে আসল ইতিহাস বয়কট করছেন।কুরআন ও সুন্নাহ বাদ দিয়ে ইংরেজদের তৈরি সিলেবাস চর্চা করেন।রাসুল (সাঃ)এর পথ ছেড়ে ইহুদি দের পথ বেছে নিয়েচ্ছেন।নেতিবাচক কর্ম চিন্তা বাদ দিয়ে ইতিবাচক কর্ম চিন্তা ধারন করতে পারেন না।এটা কেমন শিক্ষা? এটা তো গোমরাহি ছাড়া কিছু না।প্রকৃত শিক্ষার অধিকারী মানুষ খুবই কম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম