তৌহিদুল ইসলাম সরকার,ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে বিয়ের পিঁড়ি থেকে লাল শাড়ি পরিহিত বধুসজ্জিত কনে থানায় হাজির হয়ে ঘরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন।
(শনিবার) রাত এগারোটার দিকে নান্দাইল মডেল থানায বরসহ আরো ছয়জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কনে।অভিযোগ সূত্রে জানা যায়, বরের নাম জুবায়েল আহমেদ (২২) সে কান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায় পাশা গ্রামের নজরুল ইসলামের পুত্র।
একই ইউনিয়নের দোলডাংরা গ্রামের শফিকুল ইসলাম ভূইয়ার মেয়ে গার্মেন্টসে কর্মরত স্মৃতি আক্তার (২০)এর সঙ্গে জুবায়েল আহমেদের শনিবার দিন বিয়ের দিনক্ষণ ধার্য করা হয়।কনের বাড়িতে বিয়ের দুইটি গেটসহ বিবাহ অনুষ্ঠানে চারশত লোকের খাওয়া-দাওয়া আয়োজন করা সহ সব আয়োজন সম্পন্ন।
বিয়ের পিঁড়িতে বধুবেশে সজ্জিত স্মৃতি আক্তার এবং আত্মীয়-স্বজনসহ বাড়ির লোকজন বরের অপেক্ষায় রয়েছেন।সে সময় বর আগমনের পরিবর্তে ভোরের মা রেহেনা আক্তার এবং পিতা নজরুল ইসলাম কনের বাড়িতে এসে জানান, তাদের পুত্র বর জুবায়েল আহমেদ এ বিয়েতে রাজি নয়। এ বিয়ের সম্ভব নয়। এ মুহূর্তে সব আনুষ্ঠানিকতা পন্ড হয়।
কনে স্মৃতি আক্তার জানান, বড় জুবায়ের আহমেদের সঙ্গে প্রায় পাঁচ বছর যাবত আমার তার সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে বরের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার জুবায়ের আহমেদ তাকে নারায়ণগঞ্জ থেকে বিয়ের কথা বলে জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরের মামার বাড়ি তার মামা আব্দুল্লাহ আল মামুন ওরফে কাজলের বাড়িতে পুনরায় শারীরিক সম্পর্ক লিপ্ত হয়। এরপর ওই রাত আটটার সময় তাকে বিয়ে করার জন্য, নান্দাইল হাসপাতাল সংলগ্ন নুরুল ইসলাম কাজির বাসার পাশে নিয়ে আসে এবং তিন চার মিনিট অপেক্ষা করার পর কথা বলে বর জুবায়ের আহমেদ পালিয়ে যায়।
তারপর বিষয়টি দু পক্ষের জানাজানি হলে উভয়পক্ষ বিবাহ বন্ধনের জন্য ৮ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে দিন তারিখ ঠিক করেন। অনুষ্ঠানের দিন শনিবার কনের বাড়িতে বিয়ের সমস্ত আয়োজন থাকলেও বিবাহ করতে আসেনি বর।বর বিয়ের আসরে না আসায় কনে স্মৃতি আক্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানা লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান রাশেদ বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা চলছে। যদি বিষয়টির সমাধান না হয়, তবে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম