বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ১৬কেজি গাঁজাসহ বকুল মিয়া (৫৫) কে আটক করেছে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটককৃত মাদক ব্যবসায়ী বকুল মিয়া (৫৫) নওগাঁ সদরের চকতারতা গ্রামের নরুল ইসলামের ছেলে।
থানা ও পুলিশ সূত্রে জানাযায়, (১৫ই'মে) সোমবার ভোর ৫টা ২০মিনিটে বদলগাছীর ভান্ডারপুর বাজারে ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস হানিফ পরিবহনে তল্লাশি করে E-4 সিটের নিচে থেকে ১৬কেজি গাঁজাসহ বকুল মিয়াকে আটক করে।
এব্যপারে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই আবদুল্লাহ হিল বাকী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬ (১) সরনি ১৯ (গ) ধারায় বদলগাছী থানায় একটি মামলা করে। বদলগাছী থানার মামলা নং-১৯/১২৩।
নওগাঁ মাদক নিয়ন্ত্রক অধিদপ্তরের পরিচালক লোকমান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সত্যতা নিশ্চিত করে আসামীকে ১৬ কেজি গাঁজাসহ হানিফ পরিবহন বাস থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ ব্যপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মো. আতিয়ার রহমান বলেন, থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। নওগাঁ- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃপক্ষ আসামী কে জেল হাজতে প্রেরণ করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম