বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরবো দেশ, “গড়বো স্মার্ট বাংলাদেশ”, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।
উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২৫ জুলাই সকাল ১০টায় উপজেলা চত্তর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচণা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু।
উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন এফ, এফ প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ২৫ জুলাই হইতে ৩০ জুলাই সপ্তাহব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচি চলবে।স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply