‘পুলিশই জনতা, জনতাই পুলিশ ”-এই প্রতিপাদ্য কে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় নিরাপদ সড়ক উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে এক জনসচেতনামূলক কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভাঙ্গা হাইওয়ে থানার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মাদারীপুর রিজিওনের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই)সোহান রহমানের সঞ্চালনায় নিরাপদ সড়ক নিয়ে বক্তব্য রাখেন, ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান মুন্সি, অধ্যাপক এবিএম মিজানুর রহমান, আমাদের আলো পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি সাইফুল্লাহ ইসলাম শামীম, পরিবহন শ্রমিক নেতা বিমল চন্দ্র মজুমদার টোকন প্রমূখ।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দিন বলেন, ভাঙ্গা উপজেলা একটি জনগুরুত্বপূর্ণ উপজেলা। এ উপজেলায় নিরাপদ সড়ক রাখতে ও দুর্ঘটনা এড়াতে পুলিশের যা যা করণীয় তা করতে বদ্ব পরিকর। সেই সাথে যার যার অবস্থানে থেকে পুলিশের প্রতি সহযোগিতার আহবান জানান।
তিনি বলেন, আমরা পুলিশ দুর্নীতি থেকে মুক্ত। আমাদের সব রকম সেবা ভাঙ্গা বাসীর জন্য উন্মুক্ত থাকবে। যদি কোনো অসঙ্গতি দেখেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। আপনাদের সকল সেবা দিতে আমরা বদ্ধপরিকর। সভায় আরও উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলার সংশ্লিষ্ট বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ও বড় বাস, মিনিবাস, ট্রাকসহ বিভিন্ন শ্রেণীর শ্রমিক বৃন্দ।
Leave a Reply