ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভা ১নং ওয়ার্ডের হোগলাকান্দী গ্রামে কাজী মোঃ নাসিরউদ্দিন গং সহ মোট ৯টি ঘরে চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া ঘর মালিকদের কাছ থেকে জানা যায়, গত রাতে কোন ঘরেই কেউ ছিলেন না। কেউ বেড়াইতে অথবা ঘুরার উদ্দেশ্য বাড়ির বাহিরে ছিলেন। সেই সুযোগে চোরদের কয়েকটি টিম তালা ভেঙ্গে এই ঘটনা ঘটিয়েছে।
চুরি যাওয়া মালামালের মধ্যে স্বর্ণ, মোবাইল, রুপা ও নগদ অর্থ, যার আনুমানিক মূল্য ১০ থেকে ১২লক্ষ টাকা ঘর মালিকদের বক্তব্য অনুযায়ী। চুরির আলামত হিসাবে একটি বটি পাওয়া যায়, যেটি ঘটনা স্থল থেকে পুলিশ উদ্ধার করেন।
চুরি যাওয়া পাশ্ববর্তী ঘরের লোকজন বলেন, আমাদের ঘরের বাহির দিয়ে ছিকল লাগিয়ে দেয়। যার কারণে আমরা ঘর থেকে বের হতে পারিনি।
ভাঙ্গা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি একটি ঘর চুরি হওয়ার কথা শুনে আমার সঙ্গিয় ফোর্স নিয়ে এসে দেখি ৯টি ঘরে চুরে হয়েছে। আমি ও ট্রাফিক ওসি মীর আনোয়ারসহ আমার অফিসারদের নিয়ে ঘটনা তদন্ত করেছি। চোরদের সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম