মিন্টু শেখ স্টাফ রিপোর্টার : র্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আজ ১৪ এপ্রিল ২৩ তারিখে র্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলামিন প্রামানিক(৩০), পিতা- মোঃ বাবর আলী প্রামানিক, সাং-কলেজ পাড়া, থানা-সদর, জেলা- রাজবাড়ী, একটি বিশাল মাদকের চালান নিয়ে ফরিদপুরে আসছে। এ প্রেক্ষিতে র্যাবের আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা গ্রামস্থ বাখুন্ডা রেল ক্রসিং এর পূর্ব পাশের্^ ফরিদপুর ভাংগাগামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ঢাকা-ফরিদপুর সড়কে কৌশলগত অবস্থান গ্রহন করে এবং মাদক পরিবহনকারীর অবস্থান সনাক্ত করে।
উক্ত তথ্যের ভিত্তিতে দুপুর ০৩.২০ মিনিটে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে উল্লেখিত আসামিকে গ্রেফতার করা হয় এবং উক্ত আসামির কাছ থেকে ৫১৩৫ পিস ইয়াবা, ০২টি মোবাইল, ০৩ টি সিম এবং মাদক বিক্রিত ৭০০ টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন যোগে রাজবাড়ী ও ফরিদপুর জেলা এলাকায় বিক্রি করে আসছে। পরবর্তীতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে কোতায়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
এ সময় আটককৃত আসামীর হেফাজত হতে ৫১৩৫ (পাঁচ হাজার একশত পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৩টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন এবং নগদ ৭০০/- টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম