মোঃ মিন্টু শেখ : ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, আনসার ও ভিডিপির সদস্যরা। এছাড়া শহর পরিষ্কারের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা।
গত দুদিন যাবত শহরে কোনো ট্রাফিক পুলিশ না থাকায় সাধারণ ছাত্রছাত্রী, বিভিন্ন সংগঠনের নেতা এবং আনসার ও ভিডিপির সদস্যরা এসব দায়িত্ব পালন করছেন। এর মধ্যে শহরের বেশ কয়েকটি স্থানে কার্যক্রম পরিচালনা করেন তারা।
এছাড়া ইসলামিক আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকও এ কার্যক্রমে অংশ নেন।
এতে অংশগ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, তাদের শহর তাদেরই পরিষ্কার করতে হবে। শহরকে ভালোভাবে সাজাতে হবে। এজন্যই তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অংশ নিয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারী প্রায় সবার হাতেই প্লাস্টিকের ঝুড়ি প্লাস্টিকের বেলচা রয়েছে।
এদিকে ট্রাফিক কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তারা এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে খুশি। শহরে যাতে কোনোরকম যানজট না হয় সেটাই এখন তাদের প্রথম লক্ষ্য। তারা এ কার্যক্রমে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম