মোঃ শাহিন শেখ স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততম সময় কাটিয়ে ১৮ জানুয়ারি ২০২৪ রোজ বৃহস্পতিবার সাংবাদিকদের সৌজন্যে মত বিনিময় সভার আয়োজন করেন। ফরিদপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম পিপিএম।
জেলা পুলিশ ফরিদপুরের পৃষ্ঠপোষকতায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরে নব নিযুক্ত পুলিশ সুপার
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন গণমাধ্যম কর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন ফরিদপুরের কর্তব্যরত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও আর এক নবনিযুক্ত পুলিশ কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান।
পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম তার বক্তব্য বলেন পুলিশ ও সাংবাদিক যদি একজন আরেকজনের সহায়ক হিসেবে কাজ করেন, তবে একটি জেলার সব ধরনের সমস্যা নিরসন করা সম্ভব, কারণ সাংবাদিক ভাইয়েরা সমাজের একেবারে মাঠ পর্যায়ে থেকে যেকোনো ধরনের তথ্য সংগ্রহ করে থাকেন এটা আমাদের পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এ সময় পুলিশ সুপার বলেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের ব্যাপারে তার ভূমিকা থাকবে জিরো টলারেন্স।
তিনি আরো বলেন পুলিশের একার পক্ষে অনেক কিছু করা অসম্ভব যদি সমাজের সচেতন সামর্থ্যবান ওনারা সহযোগিতা করেন, তবে এই ফরিদপুর কে সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা আওতাধীন করা সম্ভব। যার প্রেক্ষিতে অন্যায় অনিয়ম হ্রাস পাবে খুবই দ্রুত। সভায় আমন্ত্রিত গণমাধ্যম কর্মীরা তাদের মত প্রকাশের সময় বিভিন্ন মতামত প্রকাশ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো আলোকপাত করেন যেমন মাদক ও চিহ্নিত মাদক স্পট যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ম না মেনে শহরে এলোমেলো ভাবে নিয়মিতভাবে প্রবেশ করে অটোরিকশা নছিমন করিমন দুর্ভোগ তৈরি করে। বালি ব্যবসায়ীদের দৌরাত্ম, বালু বহনকারী ট্রাকের সময় অসময়ে শহরে প্রবেশ করা ইভটিজিং ও ছিনতাই কারীদের নির্মূল করার ব্যবস্থা করা ইত্যাদি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রভাহ সম্বন্ধে অবহিত করেন।
পরিশেষে পুলিশ সুপার মোঃ মোরশেদ আলম বিপিএম ফরিদপুর জেলার সালথা থানার অজ্ঞাতনামা একটি ডাকাতি মামলার মূল্য রহস্য উদঘাটন সহ ছয় জন আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধার সংক্রান্ত করে সাংবাদিকদের সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply