মোঃ শাহীন শেখ স্টাফ রিপোটার : অসামাজিক কার্যকলাপের অভিযোগে ফরিদপুর শহরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ জন তরুণ তরুণী গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মে) বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জনতা ব্যাংক মোড়ের পাশে অবস্থিত ‘হোটেল গার্ডেন ভিউ’ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।
এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ তরুণী ও চার তরুণকে আটক করা হয়। আরো আটক করা হয় হোটেলের দুই কর্মচারীকেও। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যায় ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম