ফরিদপুর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও তুজারপুর ইউনিয়নে অদ্য ১৩/৮/২২ খ্রি. তারিখে বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ৫টি ড্রেজার মেশিনসহ প্রায় ১০০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।
হাইকোর্টের রিট অমান্য করে কিছু কিছু কুচক্রী মহল তাদের ইচ্ছা মত অবৈধ ড্রেজার চালিয়ে যাচ্ছিল। জানা যায়, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন কুচক্র মহলটি।
অন্য দিকে আশপাশের জমিওয়ালারা প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে পারতো না। বিভিন্নভাবে তাদের ভয়ভীতি দেখিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।
অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার জমিজমা, বসতবাড়িসহ সড়কগুলো নষ্ট হচ্ছে। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন অবৈধ ৫টি ড্রেজার মেশিন বিভিন্ন স্থানে দিন ও রাতে চলে বলে এলাকাবাসী জানায়।
ভাঙ্গা উপজেলায় সদ্য যোগদান সহকারী কমিশনার (ভূমি ) মাহামুদুল হাসান বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। বিশেষভাবে অনুরোধ করছি যদি কোথাও কোন অবৈধ কার্যক্রম চলে অবশ্যই আমাকে অবগত করবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম