সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্হাপনার বিরুদ্ধে প্রতিবাদে ফরিদপুর ভাংগা পৌঃ বিএনপির ৭নং ওয়ার্ডের উদ্যেগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাংগা পৌঃ বি এন পি র ভারপ্রাপ্ত সভাপতি
এম এম ওয়াদুদ মিয়া বিশেষ অতিথি জনাব তরিকুল ইসলাম আরিফ সিনিয়র যুগ্ন আহবায়ক ভাংগা পৌঃ বি এন পি ভাংগা পৌঃ যুবদল নেতা ফারদিন হাসান উজ্জল
ভাংগা পৌঃ বি এন পি র সহ-সভাপতি নফিজ ভাংগা পৌঃ ছাত্রদলের আহবায়ক আবিদ হাসান উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমরান মুন্সী পৌঃ ৭নং ওয়ার্ড বি এন পি র সাধারণত সম্পাদক আক্কাছ উপজেলা ছাত্রদল নেতা শরীর সোহান বাকি সেখ, হায়দার শিকদা
ছাত্রদল যুবদল ও বিভিন্ন ওয়ার্ড বি এন পি নেতা কর্মী এই সময় বক্তারা বলেন
সরকারের বিভিন্ন অনিয়ম এরকথা তুলে ধরেন। বললেন এই সরকার কে ক্ষমতা থেকে নামাতে হবে রাজপথে এবং ভাংগা উপজেলা ও পৌঃ বিএন পি ও ছাত্রদল যুবদল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম