মোঃ মিন্টু শেখ স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় রবিউল ইসলাম (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একলাছ উদ্দিন শেখ নামের আরেক আরোহী। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার ১৬ ফেব্রুয়ারি সকাল ৮ টার দিকে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার কেশবনগর গ্রামের কলম সেখের ছেলে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম