মোঃ মিন্টু শেখ স্টাফ রিপোর্টার : ফরিদপুরের একটি মেহগনি গাছের বাগান থেকে মো. হারুন অর রশীদ (৪৪) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার গজারিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়। পুলিশের ধারণা, ভ্যান ছিনিয়ে নিয়ে ওই চালককে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা।
মারা যাওয়া হারুন অর রশীদ জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দুলার ডাঙ্গী এলাকার মোক্কাদেছ শেখের ছেলে।
ফরিদপুর কোতোয়ালী থানার এসআই মাসুদ আল ফারুক রানা বলেন, ঘটনাস্থলে পৌঁছে ওই ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই ভ্যানচালককে হত্যা করে মেহগনি বাগানে ফেলে ভ্যান ছিনিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তীতে জানানো যাবে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
Wow, wonderful blog format! How long have you ever been blogging for?
you made blogging glance easy. The full glance of your site is magnificent, as smartly
as the content! You can see similar: sklep internetowy and here ecommerce