বার্তা ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিন মেলেনি। সোমবার (১২ ডিসেম্বর) বিকালে মুখ্য মহানগর হাকিম শফিউদ্দিনের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েক হাজার আসামি করা হয়।
এই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার দেখানো হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে আনা হয়।
ঐ মামলায় রবিবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিন আবেদন করা হয়। সোমবার বিকালে উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
জামিন চাওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব।
আসামীপক্ষের আইনজীবী মাসুদউদ্দিন তালুকদার জানান, রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য এই মামলা। জামিন বাতিল করাও তারই একটি অংশ। এর আগে গত শুক্রবারও তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দেড় থেকে দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়। রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে। তবে এ মামলার এজাহারে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম