সিরাজগঞ্জের চৌহালীতে প্রায়ত নেতা মরহুম ইয়াহিয়া মোল্লার ৭তম মৃত্যুবার্ষীকি পালন করা হয়। ২০১৫ সালের ১৪ আগষ্ট মাত্র (৪৫) বছর বয়সে হ্রদ রোগে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যান।
প্রায়ত নেতা মরহুম ইয়াহিয়া মোল্লার মৃত্যুর্বাষীকি উপলক্ষে গভীর শ্রদ্ধাজ্ঞাপন জানিছেন চৌহালী উপজেলা আওয়ামীলীগ,চৌহালী উপজেলা ছাত্রলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন।
প্রায়ত নেতা মরহুম ইয়াহিয়া মোল্লার মৃত্যুবার্ষীকি উপলক্ষে তার পরিবার থেকে এতিমখানায় এতিম ছেলে মেয়েদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তার বড় ছেলে মোঃ হাসিনুল ইসলাম (অনিক) দেশবাসীর কাছে দোয়া চান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম