লেখক মো: জাহেদুল ইসলাম আল রাইয়ান
ছোট বড় সবার হৃদয়ে রয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
যিনি রেখেছেন এই বাংলার সম্মান।
যে একেঁছে এক লাল সবুজের পতাকা।
যার ডাকে ঝড় উঠেছে বাংলার
প্রতিটি ঘরে ঘরে স্বাধীনতার,
তার ডাকে জাগিয়েছে লাখো ভিতুর প্রাণ
তার ডাকে হেসেছে বাংলা
কেঁপে ছিলো পাকিস্তান।
তিনি ভেঙ্গেছে পরাধীনতার শিকল,
বাংলাটাকে করেছেন মুক্ত।
কোটি মানুষের সম্মান লাখো ভাইয়ের রক্ত
নির্যাতিত হাজারো মা বোনের রেখেছেন সম্মান
তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমি এই বাংলার হাসি, নদির যে বহমান
তুমি তাইগো যা চেয়েছিল বাংলাবাসি,
তাই তু আজ সবাই বলে মুজিব তুমাই ভালোবাসি।
তুমি আকাশে বাতাসে কন্ঠ ছাড়িয়েছো,
যা বলে সারাদিন জয় বাংলা।
তোমারি মায়া মমতায় আজ এই দেশ,
এক সোনালী শ্যামলীর বাংলাদেশ।
আজ সকলের হৃদয়ে একই নাম
ভালোবাসার শেখ মুজিবুর রহমান,
ভালোবাসারই যোগ্য তুমি হে মুজিবুর রহমান।
তুমি বাংলার এক উজ্জ্বল সন্তান ,
তোমারই ভালোবাসা থাকবে বাঙালির প্রতিটি প্রাণ।
বাংলার প্রতিটি ঘরে ঘরে চাই তোমারই মতো মুজিব ,
কেননা তুমি তো বাঙালির প্রাণের মুজিব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম