তানভীর আহাম্মেদ (দিনাজপুর প্রতিনিধি): দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় ২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৪ নং তারগা ইউনিয়নের বড় বামনদেওড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মনজুর আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন তারা। এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক ইয়াকিন আলী, শেফালী আক্তার, মাসুদ রানা সহ এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ।উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি দুর্নীতিতে ডুবতে বসেছে। এই অকর্মের প্রধান কারিগর মনজুর আলম বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভর্তি বাণিজ্য, নিয়োগ পরীক্ষায় অর্থ বাণিজ্য, বিদ্যালয়ের এহেন অপকর্ম নেই যা তিনি করেননি।বিদ্যালয়টির এমন অবস্থা যে,শিক্ষার্থী কমতে কমতে সংকটে ডুবতে বসেছে।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরা বলেন অনেকদিন যাবত স্কুলে কোন সাইনবোর্ড নেই। আরেক এলাকাবাসী অভিযোগ করেন প্রধান শিক্ষক নিজেই জানেন না কতজন শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়টিতে। এলাকাবাসীরা দ্রুত হেডমাস্টারের পদত্যাগ দাবি করে বিদ্যালয়টির সঠিক পরিবেশ যাতে দ্রুত সময়ে ফিরে আসে সে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন করছে। এজন্য অভিভাবকদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এলাকাবাসীরা আজ এই মানববন্ধনে অংশ গ্রহণ করছি বলে সংবাদকর্মীদের জানিয়েছেন।মানববন্ধনে এলাকাবাসীরা জানান এই স্কুলে আমাদের এলাকারই ছেলেমেয়েরাই পড়াশোনা করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম