আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রতিনিধি: গত ৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নে ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাংচুরের সাথে যারাই জড়িত তাদের সনাক্ত করে ধরিয়ে দিলে নগত ১ লক্ষ টাকা পুরস্কার করা হবে বলে ঘোষনা দেয়া হয়েছে।
রোববার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি আসলাম জুয়েল এ ঘোষনা দেন।
তিনি বলেন, আমাদের এই এলাকায় কখনো এমন ঘটনা ঘটেনি। যারাই এটি করেছে তারা কাজটি ঠিক করেনি। আমরা সকলে একত্রিত। সকলে সকলের উৎসবে একহয়ে আনন্দ উৎযাপন করে থাকি। আমি ইতিমধ্যে প্রতিটি মন্দির পরিদর্শনে গেছি। অনেকের বাড়িতে গিয়ে মন্দিরে গিয়ে তাদের বলেছি আপনাদের দ্বায়িত্ব আলি আসলাম জুয়েলে। আমি বিশ্বাস করি আইনশৃঙ্খলাবাহীন দ্রুত সময়ে এসব নোংড়া মানুষদের খুজে বের করে ফেলবে।
এর আগে ৪ ফেব্রুয়ারি গভীর রাত থেকে ভোর পর্যন্ত সময়ে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা, চাড়োল ও পাড়িয়া ইউনিয়নে বিভিন্ন গ্রামের ১৪টি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে ধনতলা ইউনিয়নে ৯টি, চাড়োল ইউনিয়নে একটি এবং পাড়িয়া ইউনিয়নে ৪টি মন্দিরের প্রতিমা ভাঙচুর হয়। এঘটনায় ৫ ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা করেন ধনতলা ইউনিয়নের সিন্দুরপিণ্ডির হরিবাসর মন্দির কমিটির সভাপতি যতীন্দ্রনাথ সিংহ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম