ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল এলজিইডি’র আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি- ৩ (REPMP- 3) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের ৮০ জন মহিলাকে প্রত্যেককে ১লক্ষ্য ১৯ হাজার ৫শত ৭০টাকার চেক ও সনদ বিতরণ
১৪ জুলাই রবিবার বিকাল ৩টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সহকারী কমিশনার ভূমি অফিসার আনিকা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহমদ হোসেন বিপ্লব, জেলা নির্বাহী প্রকৌশলী আহাম্মদ মামুন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শারমিন আক্তার, জাতীয় পার্টির আব্বায়ক জাহাঙ্গীর আলম, আবু তাহের, ওসি জয়ন্ত কুমার সাহা, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান গন রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আনিসুর রহমান উপজেলা প্রকৌশলী রাণীশংকৈল।
Leave a Reply