এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (১৭ জুলাই) একটি বিমান ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে।
পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিডজেলস্কি জানান, বিমান ঘাঁটিটি পোল্যান্ডরি রাজধানী ওয়ারস থেকে ৪৭ কিলোমিটার দূরের ক্রান্নো গ্রামে অবস্থিত। আহতদের উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে চারটি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জোয়ানা উইলোচা জানান, স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হয়। বিধ্বস্ত বিমানটি সেসনা ২০০৮ মডেলের।
ফায়ার সার্ভিসের মুখপাত্র মনিকা নোকাওস্কা-ব্রিন্ডা জানিয়েছে, বিমানটি বৈরি আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। সূত্র : বিবিসি
Wow, marvelous blog layout! How lengthy have you ever been blogging for?
you make blogging look easy. The full glance of your website is excellent, as smartly as the content!
You can see similar: sklep internetowy and here najlepszy sklep