হানিফ ঢালী গাজীপুর : গাজীপুর মহানগরীর পূবাইলে তরিঘরি করে অষ্টম শ্রেণীর মাদ্রাসায় পড়ুয়া ১৫ বৎসর বয়সের এক মেয়েকে জাল জন্মনিবন্ধন করে বিয়ে। দিয়ে আবার ৬ মাস পর বরের নিকট হতে জোর পূর্বক দেনমোহর এর সাড়ে ৪ লক্ষ টাকা আদায় করতে গিয়ে বিপাকে পড়েছে বলে অভিযোগ উঠেছে বর ও কনের পরিবারের বিরুদ্ধে।এমনটাই ঘটেছে পূবাইল বসুগাও তালটিয়া এলাকায়। এলাকাবাসী জানায়,গত ২৭ এপ্রিল বিজ্ঞ গাজীপুর নোটারি পাবলিক হলফনামার মাধ্যমে ৫ লক্ষ টাকা দেনমোহর দিয়ে বসুগাও এলাকার নাজমুল হাসান এর মেয়ে নাফিজা নাজমুল জান্নাতের সঙ্গে পাশের বাড়ির তালটিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলামিনের সাথে বিবাহ হয়।
বিয়ের কিছুদিন যেতে না যেতেই নানা অভিযোগ ওঠে অপ্রাপ্ত বয়সের সেই মেয়েটির বিরুদ্ধে। ভুক্তভোগী মেয়েটির দাবি যে আলামিনের সাথে আমার বিবাহ হয়েছে। আমি তার সাথে সংসার করতে চাই। কিন্তু আমার শশুর শাশুড়ি আমাকে মেনে নেয় না। বিয়ের কিছু দিন যেতে না যেতেই আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত আমার স্বামীর বাড়ির লোকজন। আমাকে একতরফা ডিভোর্স দিয়ে আমার স্বামীর বাড়ির লোকজনেরা নানাভাবে আপোস মীমাংসা করতে বলে।এদিকে ছেলের পরিবারের দাবি যে মেয়ের আচার আচরণ ভাল না।অন্য কোথাও পরকিয়ার সম্পর্ক রয়েছে।ভূয়া জন্ম সনদ ও জোর করে আমার ছেলের নিকট তার মেয়েকে বিয়ে দিয়েছে।
এ বিয়ে আমরা মানি না নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন স্থানীয় আইনজীবী এনামুল,বেলায়াত হোসেন, মোশারফ ও বিল্লাল মোহরীর ছত্র ছায়ায় এ বাল্যবিবাহ হয়। আবার তাদের প্ররোচনায় সিরাজুলের ছেলে আলামিনকে দিয়ে গত ২৯ অক্টোবর একতরফা ওই নাবালিকা মেয়েকে ডিভোর্স দেয়।নাবালিকা মেয়ের পিতা নাজমুল হাসান জানান নোটারি পাবলিকের মাধ্যমে দেনমোহর এর ৫ লক্ষ টাকা পেলে আমি আমার মেয়েকে ছেলে কর্তৃক দেওয়া ডিভোর্স মেনে নিব। এবং কোর্টে আজকে আমরা উভয়পক্ষে বসে কাবিনের টাকা মাধ্যমে সমাধান করেছি। আইনজীবী এনামুল, হোসেন,বলেন জাল জন্ম নিবন্ধন দিয়ে বিয়ে দিলে এটা আইনগত অপরাধ ।
তাদের বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে। এবং এটা সমাধান হয়েছে এটা আইনগত ভাবে গেলে উভয়ের সমস্যা হবে। তবে আইনগত ভাবে কে যাবে ছেলে মেয়ের পরিবার তারা আপোষ করেছে।
Wow, incredible weblog structure! How long have you been running a blog
for? you make blogging look easy. The overall glance of your website is fantastic, let alone the content material!
You can see similar: e-commerce and here e-commerce