মোঃ মুজাহিদুল ইসলামঃ গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার মাজুখান এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ ইমরান হোসেন (২৭) নামে এক মাদক কারবারি কে আটক করেছে পূবাইল থানা পুলিশ। শনিবার (৫ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।
আটককৃত ইমরান হোসেন শরীয়তপুর জেলার,নড়িয়া থানার,পাতাইল্লা কান্দি গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।তিনি বর্তমানে টঙ্গী পূর্ব থানার মধুমিতা এলাকার সিরাজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
এসআই মোঃ শওকত এমরান জানান, পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ৪০নং ওয়ার্ডের মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ইমরান হোসেন নামে এক মাদক কারবারীর দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply