পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে আবু সালেহীন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার চাকলাহাট ইউনিয়নের ফুলবর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত সালেহীন উপজেলার সদর ইউনিয়নের কাজীপাড়া এলাকার আকিমুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেল কয়েকদিন আগে শিশু সালেহীন তার মায়ের সাথে নানা বাড়ি উপজেলার চাকলাহাট ইউনিয়নের ফুলবর পাড়ায় বেড়াতে যান। শনিবার বিকেলে সে নানা বাড়ির উঠানে খেলা করছিল। এসময় সবার অগচোরে শিশু সালেহীন নানা বাড়ির পাশের পুকুরের ধারে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে তার মা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে। পরে নানা বাড়ির সদস্যরা সালেহীনের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply