লালমনিরহাটের পাটগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ক্লাস ফাঁকি ও অনিয়মিত উপস্থিতি যেন সেই স্কুলের নিয়মে পরিনত হয়েছে।
ঘটনাটি ঘটেছে,পাটগ্রাম উপজেলার জগতবের ইউনিয়নের তোজাম্মেল আনোয়ারা হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
এখানে তিনজন স্কুল শিক্ষক থাকলেও প্রধান শিক্ষক সহ বাকি দুই জন শিক্ষকের স্কুলে যাওয়া আসা ও ক্লাস নিয়ে নেই সময়ের কোন তোয়াক্কা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাশের প্রাথমিক বিদ্যালয়ে যখন ক্লাস চলমান ঠিক তখনি তোজাম্মেল আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জনশূন্য অবস্থায় দেখা যায়।
স্কুলের এক ২য় শ্রেনীর ছাত্রের সাথে দেখা হলে সে জানায় স্কুল ১ টায় ছুটি হয় প্রতিনিয়ত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, এখানে নাকি ক্লাস ৫ এর ছাত্র নাই শুনেছি।স্কুল দুপুর ১ টায় ছুটি হয় এটা সত্য।
নাজির গোমানী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং তোজাম্মেল আনোয়ারা হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন(ভারপ্রাপ্ত) এর কাছে আগাম ছুটির বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
সহকারী শিক্ষক ডেনিসের সাথে ফোনে যোগাযোগ করে হলে তিনি রংপুরে আছেন এবং ছুটিতে আছেন বলে জানান।
অন্য সহকারী শিক্ষক সুমনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেন নি।
পাটগ্রাম উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন বলেন,স্কুলের নিয়ম অনুযায়ী ক্লাস বিকাল ৪ টা পর্যন্ত চলবে। আপনারা অভিযোগ দিয়েছেন। খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম