লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের গুরুপাড়া ও কুমারপাড়ায় পাটগ্রাম উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ ১৩ টি দুয়ারী কারেন্ট জাল ও ১ টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মুহাম্মদ আসাদুল্লাহ ও সঙ্গীয় ফোর্স এস আই আনোয়ার হোসেন এবং কনসটেবল মঞ্জুরুল।
মৎস্য অফিসার দীন মুহাম্মদ আসাদুল্লাহ বলেন , দেশিয় প্রজাতির মাছ রক্ষার্থে আমরা বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অভিযান পরিচালনা করি । অভিযানে আমরা ১৩ টি দুয়ারী ১টি কারেন্ট জাল আটক করি। আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।নদ-নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।
Leave a Reply