গাজী আবদুল আলীম : রেমালের ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্হ পাইকগাছা উপজেলায় নির্বাচন পিছিয়ে আগামী ০৯/০৬/২৪তারিখ নির্বাচনে সর্বশেষ জনমত জরিপে বারবার শেখ কামরুল হাসান টিপুর নাম সবার আগে জনগনের মুখে মুখে শোনা যায়।
গদাইপুর ইউনিয়নের কৃতি সন্তান পাইকগাছায় প্রাণকেন্দ্রে স্হায়ী ভাবে বসাবাস রত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং প্রাক্তন জেলা পরিষদের সদস্য ও বর্তমান পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি হিসেবে রয়েছে তার যথেষ্ট সুনাম ও সূখ্যাতি।
একজন সমাজ সেবক ও রাজনীতিবিদ ন্যায়পরায়ন ব্যক্তি হিসেবে তিনি উপজেলা বাসীর কাছে অনেক জনপ্রিয় আছেন। একজন ত্যাগি নেতা, কর্মঠ,কঠোর পরিশ্রমী ও আস্হাভাজন ব্যক্তি।
দশটি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেনীর পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা পরিষদ গঠিত।তিনি নির্বাচিত হলে টেকসই বেড়ীবাধ,রাস্তা সংস্করন, বাজার বিকেন্দ্রীকরন, আবাসন প্রকল্পের উন্নয়ন, আইন শৃঙ্খলা উন্নয়ন, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য ও সচেতনতায় নারী ও পুরুষের সকল সূযোগ সূবিধা প্রদান।খাস জমি দূঃস্হ্যদের মধ্যে বন্টন।জলমহল প্রকৃত মাছ চাষীদের ভিতর বন্টন। ঘুস দূর্নীতি বন্ধ, প্রশাসনিক নজরদারী কঠোরভাবে পালন সহ মাদক মুক্ত সমাজ গঠনে অগ্রনী ভূমিকা পালন করতে তরুন সমাজকে ঐকবদ্ধ করে যুব শক্তিকে উন্নয়ন মূলক কাজে সক্রিয় করে তুলতে সচেষ্ট থাকবেন।
তিনি স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষক, এবং অভিভাবকদের কাছে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার প্রতি যত্নবানে সকলকে এগিয়ে আসার উদ্যত্ব আহবান জানিয়েছেন।
বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে।ভূমি দস্যু দের চিহ্নীত করতে হবে।নদী খনন করতে হবে। পাইকগাছা পৌরসভাকে আধুনিক নগরীতে রুপান্তরিত করতে হবে।তিনি বলেন আমি নির্বাচিত হলে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠিত করবো।কারিগরী শিক্ষার মাধ্যমে বেকার যুব গোষ্ঠির কর্মপ্রশিক্ষন দিয়ে মেধাভিত্তিক তাদের চাকুরী অথবা ব্যবসার সুযোগ প্রদান করে দিবো।যুব উন্নয়ন অধিদপ্তর,সমাজসেবা অধিদপ্তর, এ ব্যাপারে সহোযোগিতার হাত সম্প্রসারিত করবেন বলে আমার বিশ্বাস।পৌরসভায় বসাবাস রত সকল শ্রেনীর মানুষের নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করবেন।
তিনি বলেন আমার প্রতিক মোটর সাইকেল মার্কা।আগামী ৯ইজুন সারাদিন আপনারা স্ব স্ব কেন্দ্রে যেয়ে মোটর সাইকেল মাকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।
ইনশাআল্লাহ আমি জয়যুক্ত হলে আপনারা আপনাদের সকল সুবিধা অসুবিধায় দিনে রাতে আমার সহোযোগিতা শত ভাগ নিশ্চত পাবেন এটা আপনাদের কাছে আমার ওয়াদা।সকলের সহোযোগিতা ও মূল্যবান ভোট টি মোটর সাইকেল মার্কায় প্রদান করার জন্য বিনীত আহবান জানাচ্ছি।সকলের মঙল কামনা করে বিদায় নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম