মোঃ খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার : পাইকগাছায় রাড়ুলী ইউনিয়ন পরিষদ থেকে ৭ বস্তা হত দরিদ্রর (ভালনা এবোল ওয়াম্যান বেনিফিট) ভিজিবি সরকারি চাল গোপনে বিক্রি করতে নেয়ার পথে জনতা আটক করে। রোববার সকাল ৭ টায় এ ঘটনা ঘটে। পুলিশ চাল জব্দ করে থানা হেফাজাতে রেখেছেে। এলাকার আব্দুল হাকিম গোলদার জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে রোববার ভোর সাতটার দিকে ৫ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম পরিষদের গোডাউন থেকে ৭ বস্তা সরকারী চাল ভ্যান যোগে কাঁটি পাড়ার দিকে নিয়ে যাওয়ার জন্য তোলে। এ সময় তাদের গতি বিধি রহস্য মনে হলে ভ্যান চালককে দাড়াতে বলে। ভ্যান চালক দাড়ানোর চেষ্টা করলেও ইউপি সদস্য সাইফুলের ইশারায় ভ্যান জোরে টান দেয়। এ সময় এলাকাবাসী অন্য ভ্যান যোগে আর কে বিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউশন কলেজিয়েট নিকট থেকে ভ্যান সহ সরকারী ৭ বস্তা চাল আটক করে। ভ্যান চালক পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের খৃষ্টান বাসিন্দা পৌল গাইন জানান, ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য সাইফুল ইসলাম আমাকে ৫০ টাকা ভাড়া চুক্তিতে রাড়ুলী ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে সাত বস্তা চাল পাশের একটি দোকানে নিয়ে যাওয়ার জন্য বলে। সে মোতাবেক আমি চাল নিয়ে যাচ্ছিলাম। পথি মধ্য এলাকাবাসী আমার ভ্যান সহ চাল আটকে দেয়। একই এলাকার আব্দুস সামাদ জানান, ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ থেকে চাল পাচার হয়। কিন্তু আমরা ধরতে পারিনা।
আজ সকালে ইউপি সদস্যের গতিবিধি দেখে এলাকাবাসী বুঝতে পেরে চাল আটক করে। এ বিষয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান কোথাগার চাল আমি জানিনা। আমি এমন কাজের সাথে জড়িত না। রাড়ুলী ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জীব ঘোষ জানান, পরিষদের চাবী চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য সাইফুলের কাছে দেয়া হয়েছে। চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমরা আগামী মঙ্গলবার (ভিজিবি) চাল দিব।
আমরা ৩১০ জন হত দরিদ্রের দুই মাসের ৬২০ বস্তা চাল দিব। সেটি আমার গোডাউনে রয়েছে। এ চাল কোথা থেকে এসেছে আমি জানিনা। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, চাল এলাকাবাসি আটক করেছে এমন সংবাদে পুলিশ ঘটনাস্থল থেকে চাল জব্দ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply