মোঃ খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার : খুলনার পাইকগাছায় সড়কে আলমসাধু উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার চক কাওলী গ্রামের চারা বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মাসুম সানা (২৬)। তিনি সাতক্ষীরার আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের মুনছুর সানার ছেলে। মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান।
নিহতের বড় ভাই মাহাফুজুল সানা গতকাল বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার ছোটভাই মাসুম আলমসাধু চালিয়ে বড়দল থেকে কয়রার হোগলারহাট যাওয়ার সময় পাইকগাছার চক কাওলি এলাকায় পৌঁছায়। এ সময় কুকুর দৌড়ে আলমসাধুর নিচে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু উল্টে রাস্তার ওপর পড়ে মাসুম মাথায় আঘাত পায়। পিছে চলতে থাকা অপর একটি আলমসাধু মাসুমের শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে সে মারা যায়।’
পাইকগাছা থানার ওসি ওবাইদুর রহমান বলেন, ‘আলমসাধুর চাপায় মারা যাওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম