মোঃ খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার :
পাইকগাছা (খুলনা) থেকে!!খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের এবিডিপি লতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির সদস্যদের কাছে তথ্য গোপন করে জনবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করায় ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকাবাসী ফুসে উঠেছে।গোপনে বিদ্যালয়ের জনবল নিয়োগ বন্ধ করে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালানোর দাবী করেছেন এলাকাবাসী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নব কুমার জানান, এবিডিপি লতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে গত ০৫/০৩/২৩ তারিখে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর জন্য ৫টি পদে অতি গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করান কিন্তু বিজ্ঞপ্তিটি বিদ্যালয়ের নোটিশ বোর্ডেও লাগানি। গোপনে তিনি চাকরি প্রার্থীর নিকট থেকে আবেদন পত্র গ্রহণ করেন। আবেদন পত্র যাচাই বাছাইয়ের সময় ম্যানেজিং কমিটির সদস্যরা গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে পারেন। তিনি স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালানোর দাবী জানান।
ম্যানেজিং কমিটির আরেক সদস্য গোবিন্দ কুমার রায় বলেন, প্রধান শিক্ষক তপন কুমার রায় ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মিটিং না করে বা আমাদের নাজানিয়ে গোপনে নিয়োগ প্রক্রিয়া চালানোর চেষ্টা করে প্রায় অর্ধ কোটি টাকা বাগিয়ে নেয়ার চেষ্টা করছেন। অচিরেই গোপন নিয়োগ প্রক্রিয়া বন্ধ না হলে আমরা আন্দোলনে নামবো।
সাবেক ইউপি সদস্য প্রদীপ মহলদার জানান, প্রধান শিক্ষক তপন কুমার রায় নিজের ইচ্ছা প্রতিষ্ঠানে আসেন, স্কুলে কোন জাতীয় দিবস পালন করেননা ঠিক মত ক্লাস নেননা, তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে।
প্রধান শিক্ষক তপন কুমার রায় বলেন, ম্যানেজিং কমিটির সভাপতির সাথে কথা হয়েছে অতি দ্রুত মিটিং ডেকে সৃষ্ট সমস্যার সমাধান করা হবে
ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস বলেন, অতি দ্রুত মিটিং করে আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজাহান জানান, নিয়োগ প্রক্রিয়া গোপনে হওয়ার কোন সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম