মোঃ খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার : পাইকগাছায় নবম শ্রেনী ছাত্রী(১৫) অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । ওই সঙ্গে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম মহিন সরদার(২০) সে চাঁদখালী ইউনিয়নের বাসিন্দা।
এ ছাড়া ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বিকালে ওই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুজিত ঘোষ জানান, গত ২৯ নভেম্বর চাঁদখালী ইউনিয়নের চক কাউলী গ্রামের পিচের রাস্তার উপর থেকে তাকে অপহরণ করা হয়। ওই দিনই মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করে। পরে প্রযুক্তি ব্যবহার করে রোববার দুপুরে পৌরর সদর থেকে মেয়েটি উদ্ধার করে মহিন সরদারকে গ্রেফতার করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান,অপহরণে অভিযুক্ত মহিন সরদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply