মোঃ মিন্টু শেখ ক্রাইম রিপোর্টার : পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি অবৈধ জ্বালানি ডিপোতে শক্তিশালি বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে।স্থানীয়দের অভিযোগ শনিবার নাইজেরিয়ার সীমান্তবর্তী সেমে-পডজি,শহরে চোরাই জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ভয়াবহ আগুন লাগে।
প্রত্যক্ষদশীরা জানান, নাইজেরিয়া বেনিন সীমান্তবর্তী ওই এলাকায় শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। পেট্রোল আনলোড কারার সময় আগুনের সূত্রপাত হয়,প্রসিকিউটর আবদু বাকি অ্যাডাম বোঙ্গলে বিবৃতিতে বলেন অগ্নিকাণ্ডের কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন পযন্ত একজন শিশুসহ ৩৫ জনের মৃত্যুর খবর জানতে পেড়েছি। প্রত্যক্ষদশীরা জানান, পেট্রোল ভরার সময় আগুনের সূত্রপাত হতে পারে।
এতে একজনের বেশি লোক গুরুতর আহত হয়েছে, বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন চোরাচালান জ্বালানির কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নাইজেরিয়ার সঙ্গে বেনিনের সীমান্তে জ্বালানি চোরাচালানে দেশটিতে প্রায় এমন ঘটনা ঘটে থাকে। স্থানীয় এক বাইকচালক বলেন ঘটনাস্থলের কাছেই আমি ছিলাম, সেখানে বিশাল পেট্রোলের ডিপো আছে, কিন্তু কীভাবে আগুন লেগেছে তা বলতে পারবনা।
আরেক বাসিন্দা জানান মানুষ সাহায্যের জন্য চিৎকার করেছে, তবে বিস্ফোরণের আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আহতদের কাছে যাওয়া যাচ্ছিল না।
Wow, wonderful weblog layout! How long have you ever been running a blog for?
you made running a blog look easy. The overall glance of your website
is wonderful, as well as the content material!
You can see similar: sklep internetowy and here
ecommerce