এস আই হাবিব : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও বিজিবির টহল পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনায় মুন্না মিয়া নামের এক বিজিবির পিকআপ চালক নিহত হয়েছেন।
৫ জানুয়ারি শুক্রবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।
এরআগে, ওইদিন সকাল ১১টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের পলাশবাড়ীর রাইসমিল নামকস্থানে এ ঘটনা ঘটে। এসময় মুন্না মিয়াসহ বিজিবির ৫ সদস্য ও বাসের আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়। তাদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চালক মুন্না মিয়া।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, হাইওয়ে পুলিশের সহযোগিতায় ঘটনা স্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম