নওগাঁর পত্নীতলায় আমাদের সাংস্কৃতি, আমাদের পরিচিতি এই প্রতিপাদ্য নিয়ে আদিবাসী মিলন মেলা ও ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আদিবাসী নেতৃবৃন্দের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যতিন টপ্যর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজ, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, কারিতাস রাজশাহী অঞ্চলের ডিএম দিপক এককা, আদিবাসী নেতা যতিন টপ্য, নরেন পাহান, সুধির তির্কী, ইগ্নেসিউশ হেম্রমসহ উপজেলা ও জেলা পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ প্রমূখ।
অনুষ্ঠানে প্রায় ২৫ টি দল নাচ গান পরিবেশন করে নিজস্ব কৃষ্টি কালচার তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আদিবাসী সাংস্কৃতির বিভন্ন স্টল পরিদর্শন ও নাচ গান উপভোগ করেন।
Leave a Reply