পটুয়াখালী জেলার গলাচিপা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ জামাল হাং (৩৫) ও মোঃ বসির হাং (৪৫) কে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এবং র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
তারা পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়শিবা এলাকার ৭নং ওয়ার্ডের মোঃ মোফাজ্জেল হাং এর ছেলে।
জানা যায়, শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৫ঃ৩০টার দিকে র্যাবকে গোপন সংবাদ দেয়া হয় যে আসামীদ্বয় ঢাকা জেলার যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় অবস্থান করছেন। এরপর শনিবার (২২ অক্টোবর) সকাল আনুমানিক ৭:৩০ টার দিকে র্যাব উক্ত স্থানে পৌছালে আসামীরা পালায়ন চেষ্ঠাকালে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত ২৫ জুলাই (সোমবার) ২০২২ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ঃ১৫ টায় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন চর কাজল ইউনিয়নের বড়শিবা ০৭নং ওয়ার্ডস্থ সুলুইজ বাজার এলাকায় জমিজমা নিয়া দীর্ঘদিনের দ্বন্ধের জেরে চায়ের দোকানের মধ্যে নুর খান নামে একজন ব্যক্তিকে হত্যা করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে পরের দিন পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১৮/২২।
Leave a Reply